শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বরেন্দ্র কর্তৃপক্ষের লাখো টাকার গাছ লোপাট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বরেন্দ্র কর্তৃপক্ষের লাখো টাকার গাছ লোপাট

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের বাবু ডাইংয়ে কাটা গাছ

স্থানীয় ভূমি অফিসের যোগসাজশে চাঁপইনবাবগঞ্জ বরেন্দ  উন্নয়ন কর্তৃপক্ষের লাখ লাখ টাকা মূল্যের তিন শতাধিক গাছ কেটে নিয়েছে একটি সিন্ডিকেট। এতে একদিকে যেমন উজাড় হয়েছে বন, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। অভিযোগ রয়েছে, স্থানীয় ঝিলিম ইউনিয়নের তহসিল অফিস বিষয়টি জানলেও কোনো ব্যবস্থায় নেয়নি। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, গাছ কাটার বিষয়ে তারা অবগত হয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঝিলিম ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদার আহসান হাবিব বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। গাছগুলো জব্দ করে নিয়ে আসার জন্য ওই ওয়ার্ডের মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তথ্য অনুযায়ী ১৯৯২ সাল থেকে পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং এলাকায় টিলা শ্রেণির ১৩০ বিঘা খাস জমিতে বিভিন্ন জাতের ফলদ ও বনজ প্রায় সাড়ে আট হাজার চারা রোপণ করে সবুজ বনায়ন বেষ্টনী তৈরি করা হয়। কিছুদিন থেকে এসব গাছ কেটে নিচ্ছে শরিফুল্লাহ গেদু ও আজিম মাস্টারের সিন্ডিকেট। এ ব্যাপারে শরিফুল্লাহ গেদুর মুঠোফোনে কল দিলে তাকে না পেয়ে তার সহযোগী রত্নেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিম মাস্টারের সঙ্গে কথা হলে  তিনি জানান, জনৈক সেলিম উকিলের কাছ থেকে গাছগুলো কিনেছেন। চাঁপাইনবাবগঞ্জ বিএমডিএ’র সদর জোনের সহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানান, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর