শিরোনাম
শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

পুলিশ পরিচয়ে কাভার্ডভ্যান ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে জেলা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে চালকের হাত-পা বেঁধে কাপড়বোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় গতকাল বিকালে রাজধানীর তুরাগ ভাওয়ালিয়াপাড়ার এইচআর অ্যাডমিন এক্সিকিউটিভ স্মাইল অ্যাপারেলস কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। —রূপগঞ্জ প্রতিনিধি

কেমিক্যাল কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় চীনা মালিকানাধীন একটি কেমিক্যাল তৈরির কারখানায় আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ২টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার গ্রিন উইল লিমিটেড নামক কারখানাটির ভিতরে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। —সাভার প্রতিনিধি

কুমিল্লায় ৭৩০ মণ্ডপে পূজা

কুমিল্লার ১৬ উপজেলায় ৭৩০টি পূজামণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। শারদীয় দুর্গোৎসব আগামী ৬ অক্টোবর শুরু হয়ে ১১ অক্টোবর শেষ হবে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার এ তথ্য জানান। কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। —কুমিল্লা প্রতিনিধি

হিন্দু পরিবারে কাপড় বিতরণ

মুন্সীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আড়াইশ হিন্দু পরিবারে নতুন কাপড় বিতরণ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছা মান্দ া গ্রামের পৈতৃক বাড়িতে বসে গতকাল দুপুর ১২টার দিকে নিজস্ব তহবিল থেকে ১২০টি পরিবারের মাঝে নতুন কাপড় এবং নগদ অর্থ প্রদান করেন এবং একই উপজেলার কনকসার এলাকায় ১৩০টি পরিবারের মাঝে নতুন কাপড় এবং বেশ কয়েকটি মন্দিরে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। —মুন্সীগঞ্জ প্রতিনিধি

সিপিবির জেলা সম্মেলন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখার অষ্টম সম্মেলন গতকাল চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। সিপিবি চুয়াডাঙ্গা জেলা সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ডা. ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আবুল হোসেন, জাহাঙ্গীর আলম। এদিকে, নেত্রকোনায় সিপিবির দশম জেলা সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসাইন। উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ যতীন সরকার, জেলা সিপিবির সভাপতি মোস্তফা কামাল প্রমুখ। —প্রতিদিন ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর