রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আলমডাঙ্গায় স্কুলছাত্র অপহরণ, আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পোলবাগুন্দা গ্রামের অষ্টম শ্রেণির স্কুলছাত্র তানজির হোসেন অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে পৃথক দুটি অভিযানে আলমডাঙ্গার আইলহাস গ্রাম থেকে একজনকে ও ঝিনাইদহের লাউদিয়া গ্রাম থেকে আরও একজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। গত ২২ সেপ্টেম্বর বিকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় স্কুলছাত্র তানজির। চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এস আই আমির আব্বাস জানান, আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের পোলবাগুন্দা গ্রামের চা দোকানদার সামসুল ইসলামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে তানজির হোসেন গত ২২ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়ি ফিরে যায়নি। তবে, তাকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় দেখা গেছে বলে জানতে পারে তার পরিবার। এ অবস্থায় সাতদিন অপেড়্গার পরও তাকে না পেয়ে তানজিরের পিতা সামসুল ইসলাম গত ২৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়রি লিপিবদ্ধ করেন। ওই দিনই মোবাইলফোনে তানজিরের পিতার কাছে মুক্তিপণ হিসেবে প্রথমে ৫ লাখ ও পরে তা পর্যায়ক্রমে কমিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়। থানায় জিডির পর থেকেই গোয়েন্দা পুলিশ তানজিরের ব্যাপারে অনুসন্ধান শুরু করে। মোবাইল ট্র্যাকিং করে দুজনকে আটকও করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলো, খাইরুল  ইসলাম ও আলমগীর হোসেন।

সর্বশেষ খবর