রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কাউন্সিলরের হাতে কুসিক প্রকৌশলী লাঞ্ছিত

কুমিল্লা প্রতিনিধি

দুই কাউন্সিলরের হাতে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিকুল ইসলাম লাঞ্ছিত হয়েছেন। সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার ইমারত নির্মাণ অনুমোদন কমিটির সভার ঘটনাটি গতকাল আলোচনায় আসে।

সভায় উপস্থিত কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সূত্র জানায়, মেয়র মনিরুল হক সাক্কুর উপস্থিতিতে বৃহস্পতিবার ইমারত নির্মাণ অনুমোদন কমিটির সভা বসে। সভার একপর্যায়ে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কাউছারা বেগম সুমি তার এলাকার একটি বাড়ির প্লান অনুমোদনের বিষয় উপস্থাপন করেন। এ সময় প্রকৌশলী তারিকুল ইসলাম জানান, আপনার ওই প্লানের বাড়ির সামনে যে রাস্তা তা দিয়ে দুইতলা বাড়ির অনুমোদন পাওয়া যাবে না, সেখানে চারতলা কিভাবে হবে। এ নিয়ে আলোচনার একপর্যায়ে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল তাকে মারার জন্য যেতে চাইলে মেয়র বাধা দেন। ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিল প্রকৌশলীকে এলোপাতাড়ি চড়থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে তাকে সম্মেলনকক্ষ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। কাউন্সিলর কাউছারা বেগম বলেন, ‘তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমাকে ইনসাল্ট করে কথা বলেছিলেন। একজনকে অপমান করা মানে সব কাউন্সিলরকে অপমান করা। তাই অন্যরাও উত্তেজিত হয়ে পড়ে।’ তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিকুল ইসলাম এ নিয়ে ফোনে কোনো কথা বলতে রাজি হননি। কাউন্সিলর সৈয়দ মো. সোহেল বলেন, ‘এটা তেমন কোনো মেজর বিষয় নয়। আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। পরে মিলমিশ হয়ে গেছে।’ সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘এটা মূলত বার্গেনিং মিটিং। এখানে একটু কথা কাটাকাটি হয়ই। প্রকৌশলীকে লাঞ্ছিত করার বিষয়টিও তিনি স্বীকার করেন।’

সর্বশেষ খবর