রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মেঘনায় ঐতিহ্যের নৌকাবাইচ

সঞ্জিত সাহা, নরসিংদী

মেঘনায় ঐতিহ্যের নৌকাবাইচ

নরসিংদীর মেঘনায় গতকাল নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল —বাংলাদেশ প্রতিদিন

নরসিংদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ঘিরে মেঘনার দুই পাড়ে নানা বয়সের হাজারো নারী-পুরুষ দর্শনার্থীর ভিড় জমে। খোল-করতাল আর গানের ছন্দে মুখর হয়ে ওঠে মেঘনাপাড়। উত্তেজনা ছড়িয়ে পড়ে বাইচে অংশ নেওয়া নৌকার মাঝি থেকে শুরু করে উপস্থিত দর্শনার্থীদের মাঝে।

গতকাল বিকালে শেরেবাংলা ক্লাবের উদ্যোগে নরসিংদীর মেঘনায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের ৩৬ জন মাঝি নৌকাসহ তাদের দল নিয়ে অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল নজরুল ইসলাম হীরু (অব.)। শেরেবাংলা ক্লাবের সভাপতি ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক কায়কোবাদ হোসেনের সভাপতিত্বে নৌকাবাইচে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, প্যানেল মেয়র রিপন সরকার প্রমুখ।

সর্বশেষ খবর