রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ক্যান্সার চিকিৎসায় হোমিও ডাক্তারের সফলতা!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ক্যান্সার ও সার্জিক্যাল চিকিৎসায় স্থানিক পদ্ধতি প্রয়োগে সফলতা পেয়েছেন বগুড়ার এক প্রবীণ হোমিও চিকিৎসক। এ ক্ষেত্রে ওষুধ নির্বাচনের পদ্ধতিও আবিষ্কার করেছেন তিনি। কোন রোগের চিকিৎসায় কি ওষুধ প্রয়োগ করতে হবে তার তালিকা প্রস্তুত করেছেন। এ সংক্রান্ত একটি বই তিনি শিগগিরই প্রকাশ করবেন বলে জানা গেছে। বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গতকাল চিকিৎসার স্থানিক পদ্ধতি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডা. একেএম আব্দুর রহমান। তিনি বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যাপক ও প্রতিষ্ঠাতা সদস্য। সংবাদ সম্মেলনে ডা. আব্দুর রহমান জানান, যে সব রোগে দেহের কাঠামো বা গঠনগত পরিবর্তন ঘটে সে রোগ হোমিও মতে অসাধ্য বা দুরারোগ্য। যে রোগীর দেহের কাঠামোগত পরিবর্তন ঘটে না কেবল ক্রিয়াগত পরিবর্তন ঘটে সেখানেই গতানুগতিক হোমিওপ্যাথিক চিকিৎসা সম্ভব। সেক্ষেত্রে তার ক্যান্সার ও সার্জিক্যাল চিকিৎসার জন্য স্থানিক পদ্ধতি অপ্রতিদ্বন্দ্বী বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে গাবতলীর ছাইহাটা গ্রামের বুলু মিয়া নামে একজনের ব্লাড ক্যানসার চিকিৎসায় সুস্থ হয়েছে বলে জানানো হয়। রোগ দেখার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করলে শতকরা ৩০-৪০ রোগী সুস্থ হবেন বলে ডা. আব্দুর রহমান জানান। সম্মেলনে আরোগ্যলাভকারী কয়েকজন নারী-পুরুষ ছাড়াও উপস্থিত ছিলেন— বগুড়া পৌরমেয়র অ্যাড. মাহবুবর রহমান, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড সদস্য ডা. এসএম মিল্লাত হোসেন।

সর্বশেষ খবর