রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সিভিল সার্জন দেখলেন ১০ ডাক্তারের ৮ জনই গরহাজির

ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১০ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। গতকাল জেলা সিভিল সার্জন ওই হাসপাতাল পরিদর্শনে এসে আট চিকিৎসককেই অনুপস্থিত পান কর্মস্থলে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসানও রয়েছেন। এছাড়া চার সেবিকার তিনজন এবং ২২ কর্মচারীর মধ্যে ২০ জন এ সময় অনুপস্থিত ছিলেন। সিভিল সার্জন এ দিন সকাল সোয়া ৮টায় ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ৯টা পর্যন্ত অবস্থান করেন। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চিকিৎসক-কর্মচারীদের হাসপাতালে থাকা বাধ্যতামূলক। ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কান্তি বলেন, ‘ওই সময় জরুরি বিভাগে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আব্দুল্লাহ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকেই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। যাদের অনুপস্থিত পাওয়া গেছে তাদের শোকজ করা হবে। জবাব সন্তোষজনক না হলে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা।

সর্বশেষ খবর