রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

বজ্রপাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের পশ্চিম বিলে মাছ ধরতে গিয়ে বজ পাতে ইয়ার হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে আলীয়াবাদ গ্রামের আবু ফায়েজ মিয়ার ছেলে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সাত নারী শ্রমিক আহত

নগরীর ইপিজেড থানা এলাকায় শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ফটকে ধাক্কা দিলে সাত নারী পোশাক শ্রমিক আহত হন। তার হলেন— নীলিমা বড়ুয়া, জবা মজুমদার, তসলিমা আক্তার, সুমি আক্তার, ঋতুপর্ণা, ঝর্না ও আঁখি দাশ। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ট্রেনের ধাক্কায় প্রাণহানি

গাজীপুরের মাইক্রোফোন কানে দিয়ে রেল লাইন দিয়ে হেঁটে চলার সময় জয়দেবপুর জংশন স্টেশন এলাকায় শনিবার তুরাগ ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

—গাজীপুর প্রতিনিধি

মুন্সীগঞ্জ জাপার কমিটি

কুতুবউদ্দিন আহম্মেদকে সভাপতি এবং আলহাজ আব্দুল বাতেনকে সম্পাদক করে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির (জাপা) ১১৯ সদস্যবিশিষ্ট কর্যকরী কমিটি গঠন করা হয়েছে। পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ গত ২৫ সেপ্টেম্বর এ কমিটির অনুমোদন দেন। মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনের প্রায় পাঁচ মাস পর কমিটি ঘোষণা করায় উজ্জীবিত নেতা-কর্মীরা।

—মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিদ্যুত্স্পৃষ্টে মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. মনির হোসেন নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার শিমরাইল ট্রাক টার্মিনালে পিকআপ ভ্যান পার্কিং করার সময় বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে অন্য ট্রাক শ্রমিকরা বিদ্যুতের একটি গাড়ি এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ

জঙ্গিবাদ-সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্যে রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরা থানায় শনিবার কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ হয়েছে। ডেমরা থানা কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ আমানউল্লাহ বেপারির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ওয়ারী বিভাগের এডিসি শাহ ইফতেখার আহমেদ, ডেমরা জোনের এসি এস এম তারেক হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমরা থানার ওসি এসএম কাওসার আহম্মেদ, রামপুরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক প্রমুখ। —রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর