রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মায়ের পরকীয়ায় বাবা খুন বিচার দাবি মেয়েদের

মাগুরা প্রতিনিধি

মায়ের পরকীয়ায় বাবা খুন বিচার দাবি মেয়েদের

সংবাদ সম্মেলনের বাবার ছবি হাতে দুই সন্তান —বাংলাদেশ প্রতিদিন

মায়ের পরকীয়ার জেরে বাবা খুন হয়েছেন। এ ঘটনার ন্যায় বিচার ও তাদের নিরাপত্তার দাবিতে গতকাল মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মেয়েরা। লিখিত বক্তব্য পাঠ করেন বড় মেয়ে তাসলিমা খাতুন। পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত তাসলিমার অভিযোগ, তার মা দীর্ঘদিন পরকীয়ায় লিপ্ত ছিলেন। এর প্রতিবাদ করায় কথিত প্রেমিকদের সহযোগিতায় ২০১৫ সালের ২৩ জুলাই দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় বাবা আরোজ আলীকে হত্যার পর লাশ বাড়ির পাশের নদীতে ফেলে দেয়। তাসলিমা ঘটনার রাতে বাবার পাশের কক্ষে থাকার সুযোগে এ ঘটনা দেখে ফেলে। পরদিন সকালে পুলিশ লাশ উদ্ধার ও মা রোজিনাকে গ্রেফতার করে। পরে গ্রেফতার হয় আসামি  সাইফুল ও বেল্লাল। গ্রেফতার রোজিনা, সাইফুল ও বেল্লাল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তদন্ত শেষে ৯ আসামির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। ইতিমধ্যে জামিনে জেল থেকে বেরিয়ে বেল্লাল, লিটন ও তাদের সহযোগী টিক্কা এ মামলার অন্যতম সাক্ষী তাসলিমা ও আরজ আলীর বোন মেরিনাকে অপহরণ ও হত্যার হুমকি দিচ্ছে। ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। নিহত আরোজ আলীর মা আশুরা, বোন মেরিনা ও ছোট মেয়ে নূপুর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর