রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শেখ ফজিলাতুন নেছা ছাত্রী নিবাস পরিদর্শনে ৫১ অধ্যক্ষ

সখীপুর প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ছাত্রী নিবাসটি পরিদর্শনে এলেন জেলার অধ্যক্ষ পরিষদের সদস্যরা। শনিবার সকালে জেলার ৮৫টি কলেজের মধ্যে ৫১টি কলেজের অধ্যক্ষ কলেজটি দেখতে আসেন। এ উপলক্ষে কলেজে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা অধ্যক্ষ পরিষদের সভাপতি রেনুবর রহমান জানান, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এ কলেজে ১১টি বিষয়ে সম্মান শ্রেণি খোলা হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা নামে ৬০০ আসনের ৩০ কোটি টাকা ব্যয়ে ছয়তলা দুটি ও তিনতলা দুটি ভবনের নির্মাণ কাজ ৯০ ভাগ শেষ হয়েছে। জেলার অধ্যক্ষদের আগ্রহের প্রেক্ষিতে এ বিশাল কর্মযজ্ঞ দেখতে তাদের আমন্ত্রণ জানানো হয়। টাঙ্গাইল জেলা অধ্যক্ষ পরিষদের সাধারণ সম্পাদক, কালিহাতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরিদর্শন দলের নেতা আবদুর রহিম বলেন, কলেজের অবকাঠামো, পড়াশোনার পরিবেশ, বিশাল ছাত্রীনিবাস, মেধাভিত্তিক ছাত্রীসংসদ, শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়ন সবকিছুই আমাদের মুগ্ধ করেছে।

সর্বশেষ খবর