সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

১২ হাজার আবাসিক গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদী প্রতিনিধি

১২ হাজার আবাসিক গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগের পাইপ তুলছেন শ্রমিকরা —বাংলাদেশ প্রতিদিন

নরসিংদীর মাধবদী ও আড়াইহাজারের ১৮টি গ্রামের প্র্রায় ১২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার মাধবদী থানার আলগী এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে নরসিংদী তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক  তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মাধবদী শিল্প এলাকার তিতাসের উচ্চ চাপের সরবরাহ লাইন থেকে অবৈধভাবে হাজার হাজার আবাসিক বাড়িতে গ্যাস সংযোগ নেওয়া হয়। এতে সরকার প্রতি মাসে কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। কারিগরি ব্যবস্থাপক পারভেজ আহম্মেদের নেতৃত্বে একটি কারিগরি দল মাটি খুঁড়ে প্রায় ৩ হাজার ফুট ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ উদ্ধার করে। মাধবদী থানার আলগী, কান্দাপাড়া, কাঁঠালিয়া, খড়িয়া, নোয়াকান্দী, দড়িকান্দী, রহিমাদী, বকাদী ও আবদুল্লাহকান্দী এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মোল্লারচর, পাকনাকান্দী, জালাকান্দী, শামরাকান্দী, চৌকড়িয়া, খামারদী, ফজুরকান্দী, শিবেরকান্দা ও টোলাপুর গ্রামের প্রায় ১২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সর্বশেষ খবর