সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

কলেজ জাতীয়করণের দাবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি হয়েছে। মানববন্ধন শেষে ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন এ উপজেলায় বহুজাতিক সম্প্রদায়ের বসবাস। জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় নারী শিক্ষা উন্নয়নে কলেজটি ব্যাপক ভূমিকা রাখছে। সরকার প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করলেও এই উপজেলায় কোনো কলেজ জাতীয়করণ হয়নি।

—শেরপুর প্রতিনিধি

যুদ্ধাপরাধ মামলার আসামি আটক

নেত্রকোনায় যুদ্ধাপরাধ মামলার আসামি জামায়াত নেতা এনায়েত উল্লা মঞ্জুকে (৬৫) গতকাল রাতে আটক করেছে আটপাড়া থানা পুলিশ। আটপাড়া থানার ওসি ফারুক আহমেদ জানান, যুদ্ধাপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এনায়েত উল্লা মঞ্জু। তাকে সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। —নেত্রকোনা প্রতিনিধি

ফার্মাসিস্টের ভুলে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ফার্মাসিস্টের ভুল ইনজেকশনে ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে বন্দরের একরামপুর ইস্পাহানী বাজারে জামান মেডিকেল কর্নারে ওই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আরবি। সে ইস্পাহানী এলাকার হানিফ মিয়ার ছেলে। পুলিশ ফার্মাসিস্ট আজহারকে গ্রেফতার করেছে। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এইচএসসি পরীক্ষায় নতুন করে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ও সংযোজিত প্রশ্ন বাতিলের দাবিতে রবিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

—গাজীপুর প্রতিনিধি

তোলারাম কলেজে নবীনবরণ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে রবিবার নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি। তিনি তার বক্তব্যে কলেজের ছাত্রাবাসের জন্য নির্ধারিত জায়গার ব্যাপারে ক্রীড়া সংস্থার সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়া শিক্ষার্থীদের সব দাবি এ বছরই এমপি শামীম ওসমান পূরণ করবেন বলেন তিনি ঘোষণা দেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক জীবন কৃষ্ণ মোদকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. বদরুল আলম, কলেজের সাবেক ভিপি আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, কলেজের সাবেক জিএস জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, জেলা মহিলা লীগের সভানেত্রী প্রফেসর শিরীন আক্তার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর