মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আন্তনদী সংযোগ পরিকল্পনা বাতিল দাবিতে রোডমার্চ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আন্তনদী সংযোগ প্রকল্প বাতিলের দাবিতে বাসদের (মার্কসবাদী) উদ্যোগে রবিবার শুরু হওয়া রোডমার্চ গতকাল সকালে বগুড়া থেকে গাইবান্ধার উদ্দেশে যাত্রা করে। যাত্রার আগে বেলা ১১টায় শহরের সাতমাথায় সমাবেশ হয়। সমাবেশ শেষে যাত্রা শুরু হয়। যাত্রাপথে বগুড়ার মহাস্থানগড়, মোকামতলা; গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হয়। বিকালে রোডমার্চ গাইবন্ধা পৌঁছায়। সেখানে জনসভা অনুষ্ঠিত হয়। সকালে বগুড়ার সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ নদীর দান। নদীকে কেন্দ্র করেই এখানকার অর্থনীতি, সংস্কৃতি তথা জীবনযাত্রা গড়ে উঠেছে। ভারতের আগ্রাসী ও একতরফা পানি প্রত্যাহার নীতি বাংলাদেশকে এক ভয়াবহ বিপন্নতার দিকে ঠেলে দিয়েছে। ১২০০ নদীর দেশে এখন ২০০-এর বেশি নদী জীবিত নেই। ফারাক্কা বাঁধের কারণে পদ্মা অববাহিকায় নেমে এসেছে বিপর্যয়। এখন যদি আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে দেশের অন্যতম প্রধান নদ ব্রহ্মপুত্র কেবল কালক্রমে শুকিয়ে মরবে না, বাংলাদেশ এক মহাবিপর্যয়ের দিকে অগ্রসর হবে। ফলে নদী, কৃষক তথা দেশ বাঁচাতে হলে এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষের সোচ্চার হওয়া জরুরি। সমাবেশে বক্তব্য দেন শুদ্রাংশু চক্রবর্তী, মানস নন্দী, ফখরুদ্দিন কবির আতিক, ওবায়দুল্লাহ মুসা, জহিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, রোডমার্চ আগামীকাল গাইবান্ধা, রংপুর হয়ে কুড়িগ্রামে গিয়ে শেষ হবে।

সর্বশেষ খবর