মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বন উজাড় করে বসত বাড়ি পোল্ট্রি খামার

সখীপুর প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া, বহেড়াতৈল ও বাঁশতৈল রেঞ্জের বিটগুলোর বিভিন্ন এলাকায় সামাজিক বন উজাড় করে গড়ে উঠেছে কয়েক হাজার ঘর-বাড়ি ও পোল্ট্রি খামার। স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজেশে এসব হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

সরজমিনে দেখা যায়, হতেয়া রেঞ্জের কালিদাস বিটের গজারিয়া কীর্তনখোলা মৌজার ২০০২ দাগের প্লট নম্বর (পুরাতন ৪৫) অব্দুল হামিদ মিয়ার একটি সামাজিক বনের প্লটে গাছ কেটে ১৯টি বাড়ি নির্মাণ করা হয়েছে। নাম প্রকাশের অনিচ্ছুক ওই বনের এক বাড়ি নির্মাতা বলেন, একটি ঘর তুলতে বিট অফিসে ৩০ থেকে ৪০ হাজার টাকা দিতে হয়েছে। এ বিষয়ে ওই বিট কর্মকর্তা সিরাজুল ইসলাম টাকার বিষয় অস্বীকার করে বলেন, ‘আমি আসার আগেই অনেক ঘর উঠেছে। আর যাদের নতুন বাড়ি তাদের নামে মামলা করা হবে।

এ বিষয়ে বিভাগীয় বন সংরক্ষণ কর্মকর্তা (টাঙ্গাইল) মো. মাসুদ রানা বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি বন বিভাগের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর