মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মেহেরপুর টাঙ্গাইলে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রতিদিন ডেস্ক

মেহেরপুর ও টাঙ্গাইলে দুই যুবককে কুপিয়ে-পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও ও পটুয়াখালীর কলাপাড়ায় উদ্ধার করা হয়েছে তিনজনের মরদেহ। মেহেরপুর : গাংনী পৌর এলাকায় আবুল খয়ের নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রাজশাহী মেডিকেলে রবিবার দিবাগত গভীর রাতে তার মৃত্যু হয়েছে। আবুল খয়ের গাংনী থানাপাড়ার করিম মালিথার ছেলে এবং গাংনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইন্সারুল হক ইন্সুর ছোট ভাই। ভাই বিএনপি করলেও খয়ের যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। টাঙ্গাইল : ঘাটাইল উপজেলায় ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে। উপজেলার শোলাকুড়া এলাকায় রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম বিপ্লব। সে খুলনার মহির উদ্দিনের ছেলে। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নদীর তিন নম্বর ক্রস বাঁধ এলাকা থেকে গতকাল দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। পরনে রয়েছে গেঞ্জি, জিন্সের প্যান্ট ও এক পায়ে একটি সাদা কেডস। ঠাকুরগাঁও : জেলা শহরের টিকাপাড়া শ্মশানঘাট কালীমন্দির এলাকা থেকে শ্রী গোকুল নামে এক ব্যক্তির মরদেহ গতকাল উদ্ধার করেছে। এ সময় আটক করা হয় গোকুলের স্ত্রী গীতা রানী ও মেয়ে পিপাসাকে। শ্মশানঘাট কালীমন্দির কমিটির সম্পাদক গোবিন্দ ঘোষ জানান, তদন্ত হলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় কুলসুম বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর