Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ অক্টোবর, ২০১৬ ২৩:৩৩
বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ, বাধা
প্রতিদিন ডেস্ক

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি। কোথাও কোথাও কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের খবর— বগুড়া : শহরের নবাববাড়ী রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— জয়নাল আবেদীন চাঁন, মো. শোকরানা, লাভলী রহমান, ফজলুল বারী বেলাল, অ্যাড. একেএম হাফিজুর রহমান। বরিশাল : সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে সকালে বিক্ষোভ সমাবেশ করে দক্ষিণ জেলা বিএনপি। এতে এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে বক্তৃতা করেন— আবুল কালাম শাহীনসহ অন্যরা। একই সময়ে অশ্বিনী কুমার হলের গেটে উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মেজবাউদ্দিন ফরহাদ। এছাড়া বেলা ১১টায় সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। ঝিনাইদহ : জেলা বিএনপি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। বাধা পেয়ে নেতারা শহরের গীতাঞ্জলী সড়কে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন— সাবেক এমপি মসিউর রহমান। নোয়াখালী : জেলা প্রেসক্লাব থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কে যাওয়ার পথে বাধা দেয় পুলিশ। মিছিলটি প্রধান সড়কে পৌঁছাতে না পেরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে। হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে সমাবেশে অ্যাড. আবদুর রহমান, মাহবুব আলমগীর আলো বক্তৃতা করেন। ময়মনসিংহ : তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন— আ. হেকিম মণ্ডল, আব্দুস সালাম তালুকদার, আ. মালেক। টাঙ্গাইল : শহীদ স্মৃতি পৌর উদ্যোন থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নিরালা মোড়ে স্থানীয় শহীদ মিনারে সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন— সামছুল আলম তোফা, অ্যাড. ফরহাদ ইকবাল প্রমুখ। সাভার : আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow