মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ব্যাংক থেকে গ্রাহকের ৩ লাখ টাকা ছিনতাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক থেকে গ্রাহকের তিন লাখ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখায় গতকাল এ ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী গ্রাহক ব্যাংকে এসেছিলেন অনলাইনের মাধ্যমে অন্য শাখায় টাকা পাঠানোর জন্য। ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় ছিনতাইকারীকে শনাক্ত করা যায়নি। ছিনতাইয়ের শিকার গ্রাহক মানিক জানান, সোমবার বেলা ১১টার দিকে তিনি ব্যাগে করে তিন লাখ ২৭ হাজার টাকা নিয়ে সোনালী ব্যাংকে আসেন। অনলাইন কাউন্টারের সামনে টাকা পাঠানোর অপেক্ষায় থাকাকালে এক ছিনতাইকারী ব্যাগ কেটে টাকা নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছেন। মানিকের বাবা শ্যাম সুন্দর জানান, এর আগেও এই শাখা থেকে গ্রাহকের টাকা ছিনতাই হয়েছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকার পরও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। ব্যাংকের ব্যবস্থাপক মাহববুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। সিসি ক্যামেরা প্রায়ই নষ্ট হয়ে যায়। মেরামত করলেও ঠিক থাকে না।’

সর্বশেষ খবর