Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ অক্টোবর, ২০১৬ ২৩:৩৪
চায়ের কাপে চা পাতার পরিবর্তে ‘ফুরডান’
খেয়ে দোকানির ভগ্নিপতির মৃত্যু, ছেলে অসুস্থ
ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় চা তৈরির সময় কাপে চা পাতার পরিবর্তে ভুলে ফুরাডান (জীবাণুনাশক বিষ) ঢেলে দিয়েছেন সাই মাতুব্বর নামে এক দোকানি। ওই তরল পদার্থ পান করে মারা গেছেন দোকানির ভগ্নিপতি জয়নাল মোড়ল (৫৫)।

গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন সাই মাতুব্বরের ছেলে সুমন। ঘটনাটি ঘটে গত রবিবার সন্ধ্যায়।

স্থানীয়রা জানান, ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের সাই মাতুব্বর সবজি চাষী ও চা-দোকানদার। গ্রামেই চায়ের দোকান করেন। দোকানে সবজি খেতের জীবাণুনাশক ফুরাডান এনে রাখতেন তিনি। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে নিজের ভগ্নিপতি একই গ্রামের জয়নাল মোড়ল ও ছেলে সুমনের জন্য চা তৈরি করেন সাই। এ সময় ভুলক্রমে চা-পাতার পরিবর্তে একই রকম দেখতে ‘ফুরাডান’ চিনিমিশ্রিত গরম পানিতে মিশিয়ে চা তৈরি করেন।

এই পাতার আরো খবর
up-arrow