মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বরিশালে ১৫৪২ মণ্ডপে পূজা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এবার বরিশাল মহানগরে ৩৫, জেলায় ৫৭২ এবং বিভাগে ১ হাজার ৫৪২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বরিশালে শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু-সুন্দর পরিবেশে নিরাপদে উদযাপন করতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। সোমবার দুপুরে এ উপলক্ষে জেলা পুলিশ লাইনস্ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র  দে নারুসহ অন্যান্য নেতা বক্তব্য রাখেন। এছাড়া সভায় পূজা উদযাপন কমিটির জেলা ও মহানগর নেতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

কক্সবাজারে ২৮৬ মণ্ডপে : কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রণজিত দাশ জানান, গত বছর জেলায় ২৭৬ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার ১০টি বেড়ে ২৮৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩২টি প্রতিমা ও ১৫৪টি ঘট পূজা। ইতোমধ্যে প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরি সম্পন্ন করে রঙের আঁঁচড় চলছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর