মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
বিভাগীয় কার্যালয় স্থাপন

হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি অধিগ্রহণ না করার দাবি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলার চর জেলখানায় বিভাগীয় কার্যালয় স্থাপনের জন্য সরকারের অধিগ্রহণকৃত সম্পত্তি থেকে হিন্দু সম্প্রদায়ের বীন ও গোয়ালাদের দখলকৃত সম্পত্তি অধিগ্রহণের আওতামুক্ত রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। এ ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সত্যজিৎ সরকার, রাজন বিন মুন্না প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে বীন ও গোয়ালা সম্প্রদায়ের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ২০০ বছর হিন্দু সম্প্রদায়ের বীন ও গোয়ালারা বিভিন্ন দাগে জমি ভোগদখল করছেন। তাদের ভোগদখলকৃত এসব জমি অধিগ্রহণের আওতামুক্ত রাখার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ খবর