মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সওজ কর্মচারী ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লা ও নোয়াখালী প্রতিনিধি

ঠিকাদারদের জামানতের চেক জালিয়াতি করে সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের মামলায় আবদুল আউয়াল নামে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মচারীকে গ্রেফতার করেছে কুমিল্লাস্থ দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদিকে ২৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে দুদকের মামলায় নোয়াখালীর  ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমানকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালীর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর