মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

শেরপুর ওপঞ্চগড়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শেরপুর পৌর এলাকার কালিগঞ্জে মৃগী নদীতে ডুবে মামাতো-ফুফাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা হলো— আরাফাত ইসলাম (৬) ও সোহানা বেগম (৩)। আরাফাত স্থানীয় হাফিজুর রহমানের ছেলে। সোহানা হাফিজুরের বোন বিউটি বেগমের মেয়ে। রবিবার রাতে স্থানীয়রা ও দমকল বাহিনী তাদের মরদেহ উদ্ধার করে। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গোবরা নদীতে ডুবে সোহেল (৯) ও রতন (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সোহেল তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর গ্রামের আবুল কালামের ছেলে এবং রতন ডাঙ্গাপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। তারা আজিজনগর প্রাথমিক বিদ্যালয়ে ৫ম ও ৪র্থ শ্রেণিতে অধ্যয়ন করত।

—শেরপুর ও পঞ্চগড় প্রতিনিধি

বজ্রপাতে বৃদ্ধের প্রাণহানি

সিরাজগঞ্জের সলঙ্গায় বজ্রপাতে নেজাব আলী (৫৫) নামে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে সলঙ্গা-ঘুড়কা আঞ্চলিক সড়কের ভুরভুড়িয়া বিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি একই উপজেলার শ্রীরামেরপাড়া গ্রামে।

—সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপি নেতা আটক

পুলিশের কাজে বাধাদান ও নাশকতার মামলায় সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আলমকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে শহরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। মুন্সী আলম মিরপুর উত্তরপাড়া মহল্লার মরহুম মুন্সী গোলাম হোসেনের ছেলে। —সিরাজগঞ্জ প্রতিনিধি

পূজামণ্ডপে রসিকের অনুদান

রংপুর সিটি করপোরেশনের (রসিক) পক্ষ থেকে নগরীর ১৪২টি পূজামণ্ডপে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। গতকাল সকালে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রতিটি পূজামণ্ডপ কমিটির কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক, রংপুর

কৃষক লীগের সম্মেলন

২২ বছর পর ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা কৃষক লীগ সভাপতি সাজেদুল ইসলাম শোম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগ সভাপতি সেকেন্দার আলী। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ, প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর হক আতিক। সম্মেলনে ভোটের মাধ্যমে আমিনুর রহমান সভাপতি ও মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। —ঝিনাইদহ প্রতিনিধি

সাংস্কৃতিক উৎসব

গোপালগঞ্জে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব গতকাল শুরু হয়েছে। শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে এই উৎসবের আয়োজক জেলা শিল্পকলা একাডেমি। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার। খোন্দকার এহিয়া খালেদ সাদীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদরের ইউএনও জালাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক।

—গোপালগঞ্জ প্রতিনিধি

চালসহ ইউপি সদস্য আটক

দিনাজপুরের খানাসামায় গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট বস্তা সরকারি চালসহ পুলিন চন্দ্র রায় নামে এক ইউপি সদস্য আটক হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেবুর রহমান। আটক পুলিন গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

—দিনাজপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর