মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

র‌্যাবের গুলিতে ছিনতাইকারী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যের গুলিতে নূরন্নবী (২০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের দরুন এলাকায় এই ঘটনা ঘটে। নুরন্নবী টাঙ্গাইল শহরের থানা পাড়া এলকার পাকু শেখের ছেলে। টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, সিরাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সংবাদ পেয়ে র‌্যাব কয়েকটি স্থানে চেকপোস্ট বসায়। এ সময় টাঙ্গাইলের এলেঙ্গায় র‌্যাব একটি মোটরসাইকেলে তিন আরোহীকে থামতে বললে তারা দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাদের ধাওয়া করে। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে তিন মোটরসাইকেল আরোহী গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে নূরনবী ঘটনাস্থলেই নিহত হয়। তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। র‌্যাব জানায়, নিহত নুরন্নবীর নামে টাঙ্গাইল ময়মনসিংহ ও গাজীপুর থানায় নয়টি হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

সর্বশেষ খবর