মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জেল সুপারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা কারাগারের সামনে কারারক্ষীদের হাতে পরিবহন শ্রমিক নেতা আলমগীর হোসেন বিশুকে নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা হয়েছে। ৩ অক্টোবর বিকালের দিকে আহত শ্রমিকনেতা বিশুর স্ত্রী শান্তি বেগম বাদী হয়ে আদালতে ওই মামলাটি দায়ের করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান তা গ্রহণ করেন। সেই সঙ্গে গতকাল বিকালে দেওয়া এক আদেশে জখমির ডাক্তারি সনদপত্র সংগ্রহ সাপেক্ষে ঘটনার বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলায় জেল সুপার মজিবুর রহমান ও প্রধান কারারক্ষী বাবুল মিয়াসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। জেলা কারাগারের সামনে হামলা করে গত ২৯ সেপ্টেম্বর কারারক্ষীদের মারধর করার ঘটনায় বিশু ড্রাইভারসহ অন্যদের বিরুদ্ধে মামলা হওয়ার চার দিন পর এই পাল্টা মামলাটি দায়ের করা হলো। গতকাল আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার কিছুক্ষণ আগে জামিন পাওয়া আসামিদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রধান কারারক্ষী বাবুল মিয়া, জাফর আলী ও সেলিম প্রকাশ্যে নগদ টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদ করলে বিশু ড্রাইভারকে ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়।

সর্বশেষ খবর