Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
প্রকাশ : বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৪ অক্টোবর, ২০১৬ ২৩:১২
খাগড়ছড়ি ও যশোরে তিন শিশু ধর্ষণের শিকার
প্রতিদিন ডেস্ক

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে হোটেলে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জেলা সদরের শাপলা চত্বরে হোটেল ফোরস্টার থেকে গতকাল শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি।

এ সময় ঘটনায় জড়িত অভিযোগে মাহমুদুল হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর বিডি নিউজের। হাসপাতালের আরএমও নয়নময় ত্রিপুরা জানান, মেয়েটির অবস্থা গুরুতর হওয়ায় এখনও মেডিকেল পরীক্ষা করা সম্ভব হয়নি।

এদিকে নিজস্ব প্রতিবেদক, যশোর— জানান, যশোরের বাঘারপাড়ায় প্রাইভেট পড়তে গিয়ে দুই শিশু শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশু দুটি পরস্পর চাচাতো বোন। বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটিকে গতকাল সকালে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক পুরো পরিবারসহ পালিয়েছে।

মেয়ে দুটি বলেছে, শিক্ষক মুন্না তাদের গলায় ছুরি ধরে প্রতিদিন (এক সপ্তাহ) ধর্ষণ করত।

এই পাতার আরো খবর
up-arrow