বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

৯৪ বস্তা চালসহ দুজন আটক

জামালপুর প্রতিনিধি

কালোবাজারে বিক্রির সময় হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের ৯৪  বস্তা চালসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস ছালাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিস্মর পাল পুলিশের একটি দল নিয়ে মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারে মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিলার আশরাফ ফারুকী  রোকনের গুদাম থেকে কালোবাজারে বিক্রির সময়  ৯৪ বস্তা চালসহ ক্রেতা রফিক ও নজরুল নামে দুজনকে আটক করে। আটক ৯৪ বস্তার প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। চাল আটক হলেও ডিলার  আশরাফ ফারুকী রোকন পলাতক রয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস ছালাম জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিস্মর পাল আটক রফিক ও নজরুলকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন। ভালুকায় ডিলার : ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, নির্ধারিত সময়ে চাল বিতরণ না করায় এক ডিলারকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের শান্তিরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সূত্র জানায়, গতকাল সকালে কার্ডধারীদের মধ্যে ১০ টাকা কেজি চাল দেওয়ার পূর্ব নির্ধারিত সময়সূচি থাকলেও ডিলার ফজলুল হক চাল বিতরণ করেননি। এ অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার শান্তিরবাজার এলাকা থেকে তাকে আটক করে নিয়ে আসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর