বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শ্রীপুরে অস্ত্র নিয়ে যুবলীগ ছাত্রলীগের মহড়া

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে মাওনা বাজার রোডে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার সময় প্রায় আধা ঘণ্টা মাওনা বাজার রোডে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাওনা জেনারেল হাসপাতালের পরিচালক এবং শ্রীপুর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল ফকির সমর্থিত দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি দা, লাঠি প্রদর্শন করে মাওনা বাজার রোডে মহড়া দেয়। এ সময় আশপাশের দোকানপাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

সর্বশেষ খবর