Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ অক্টোবর, ২০১৬ ২৩:১০
শেরপুরে আওয়ামী লীগ নেতা খুন
শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খোরশেদুর রহমান নামে এক ব্যক্তি খুন হয়েছেন। খোরশেদ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ঘটনাটি ঘটে গতকাল সকালে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে। পুুলিশ ও এলকাবাসী জানান, গতকাল খোরশেদুর রহমান নিজের মুুদি দোকানে বসে ছিলেন। সকাল ১০টার দিকে তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ময়না মিয়ার কাছে পাওনা ১৮০ টাকা চান। কয়েকদিন আগে ময়না শ্বশুরবাড়ি নকলার চর বামনা গ্রামে বেড়াতে এসে বাকিতে ১৮০ টাকার জিনিস নিয়েছিলেন। টাকা চাওয়ায় দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায় ময়না দোকানে থাকা একটি ছুড়ি দিয়ে খোরশেদুর রহমানের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বরিশালে গৃহবধূ : নিজস্ব প্রতিবেদক-বরিশাল জানান, হিজলা উপজেলার চর কুসুরিয়া গ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সকালে স্ত্রী নুরুন্নাহারকে হত্যার পর পাশের ধান খেতে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত কবির সরদার। পরে তাকে আটক করে পুলিশের সোপর্দ করেন গ্রামবাসী। গাজীপুরে যুবকের লাশ : গাজীপুর প্রতিনিধি জানান, কালিয়াকৈরে রেল লাইনের পাশ থেকে গতকাল অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

এই পাতার আরো খবর
up-arrow