বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু

ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা পৌর সদরের ‘তাহমিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারে’ ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় গতকাল ভালুকা মডেল থানায় মামলা করেছেন প্রসূতির বাবা মুক্তিযোদ্ধা আবু তালেব। আসামি করা হয়েছে এক ডাক্তারসহ তিনজনকে। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হজরত আলী জানান, মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। ইউএনও কামরুল আহসান জানান, মামলা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ডা. মোশারফের হাতে ভুল চিকিৎসায় অন্তত ১০ জন রোগী মারা গেছেন। এ বিষয়ে জানতে মোশারফ হোসেনের মুঠোফোনে বারবার কল করলেও তিনি রিসিভ করেননি। জানা যায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার সাতেঙ্গা গ্রামের আলী আকবরের স্ত্রী আছমা খাতুনের প্রসব ব্যথা শুরু হলে তাকে তাহমিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসেন। ক্লিনিকমালিক ডা. মোশারফ হোসেন জানান, জরুরি ভিত্তিতে তাঁর অপারেশন লাগবে। রাত ১০টার দিকে মোশারফ অপারেশন করলে আছমা কন্যা সন্তান জন্ম দেন। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ডাক্তার পরপর দুই বার তার অপারেশন করেন। পরে ক্লিনিকের লোকজন জানান, রোগীকে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করা হয়েছে। দ্রুত অ্যাম্বুলেন্স আনেন। ময়মনসিংহ নেওয়ার পর ডাক্তার আছমাকে মৃত ঘোষণা করেন। 

সর্বশেষ খবর