Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ অক্টোবর, ২০১৬ ২৩:১৩
কালিহাতীতে লাইনে ফাটল
বিকল্প লাইনে গ্যাস সঞ্চালন
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলী ব্রিজের নিচে ২০ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালন মেইন লাইনে গতকাল সকালে ফাটল দেখা দেয়। এ কারণে জেলা শহরে প্রায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। খবর পেয়ে ঢাকা থেকে দুটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌছে। তারা দীর্ঘ সময় চেষ্টা করে বিকালে ফেটে যাওয়া পাইপের পাশ দিয়ে বিকল্প ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালনের ব্যবস্থা করেন।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসার উদ্দিন জানান, সকাল ৯টার দিকে পুংলী নদীতে তিতাসের ২০ ইঞ্চি হাই প্রেসার গ্যাস সঞ্চালন লাইনে ফাটল দেখা দেয়। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন ফাটল মেরামতের চেষ্টা করে ব্যর্থ হন। তিতাস গ্যাসের টাঙ্গাইল জোনাল অফিসের ম্যানেজার মামুনুর রহমান জানান, স্থানীয় গ্যাস অফিসের পক্ষে লাইন মেরামত সম্ভব না হওয়ায় ঢাকা থেকে দুটি টিম ঘটনাস্থলে আসে। তার দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে বিকাল ৩টার দিকে বিকল্প লাইনে টাঙ্গাইলে গ্যাস সরবরাহের ব্যবস্থা করেন।

এই পাতার আরো খবর
up-arrow