Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৬ অক্টোবর, ২০১৬ ০৩:০৩
বীজ ডিলারদের প্রতিবাদ সভা
গাজীপুর প্রতিনিধি

বীজ ডিলারদের কমিশন কমানোর প্রতিবাদে বুধবার গাজীপুরে প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন জেলা বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন।

সংগঠনের নেতারা জানান, তারা দীর্ঘদিন ধরে সব ধরনের বীজের কমিশন শতকরা ১৩ টাকা থেকে বাড়িয়ে শতকরা ১৫ টাকা করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি সরকার কমিশন না বাড়িয়ে বরং কমিয়ে শতকরা সাড়ে আট টাকা করেছে। এতে তারা বিপুল ক্ষতির মধ্যে পড়বেন। শতকরা ১৩ টাকা কমিশন বহাল না করলে বিএডিসি থেকে সব ধরনের বীজ উত্তোলন বন্ধ করে দেবেন বলে জানান। বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশন গাজীপুর শাখার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আব্দুল কাদির মিয়া, মোশারফ হোসেন ফকির, শফিকুল ইসলাম মানিক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow