Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ অক্টোবর, ২০১৬ ২৩:০৪
মৃত ঘোষণার পর ‘নড়ে’ উঠল রোগী
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে ডাক্তার মৃত ঘোষণার কিছুক্ষণ পর এক রোগী নড়ে ওঠেন বলে অভিযোগ স্বজনদের। পুনরায় তাকে ওই হাসপাতালে নিয়ে এলে তিনি মারা গেছেন বলে জানান চিকিৎসক। এ সময় সঙ্গে থাকা লোকজন হাসপাতালে ভাঙচুর চালান। ঘটনাটি ঘটে গতকাল সকালে। জরুরি বিভাগের চিকিৎসক নিপু সুলতান জানান, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। নড়ে উঠেছে এমন সন্দেহে তারা হাসপাতালে ভাঙচুর করে। জানা যায়, গতকাল সকালে মেহেরপুর শহরের চক্রপাড়ায় হাবিবুর নামে এক নির্মাণশ্রমিক বিদ্যুত্স্পৃষ্ট হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবুরের লাশ বাড়ি নেওয়ার পর নড়ে উঠে দাবি করে স্বজনরা পুনরায় তাকে হাসপাতালে নিয়ে আসেন।

এই পাতার আরো খবর
up-arrow