শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নৌকাডুবিতে তিন শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও বরিশাল

চট্টগ্রামের আনোয়ারার তৈলারদ্বীপ থেকে বাঁশখালীর খানখানাবাদে যাওয়ার সময় শঙ্খ নদীতে স্কুলছাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ২৩ ছাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন দুজন। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই ছাত্রীর সন্ধান মেলেনি। বাঁশখালীর ইউএনও সাহেল তস্তুরি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ২৫ জন ছাত্রী নিয়ে তেলারদ্বীপ থেকে নৌকাটি ছেড়ে যায়। পথে শঙ্খ নদীতে এটি ডুবে যায়। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছাত্রীদের উদ্ধারে কাজ করছে।

এদিকে বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে মোদাচ্ছের খান নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনায় ছাত্রের বাবা সালাম ও প্রতিবেশী জাহিদুল আহত হন। গতকাল ভোররাতে এই দুর্ঘটনার পর দুপুর পর্যন্ত মোদাচ্ছেরের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ও আহতদের বাড়ি উপজেলার শফিপুর গ্রামে। ঘাতক লঞ্চটি চিহ্নিত ও নিখোঁজের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর