শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

ইউপি সদস্য আটক

হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাল বিতরণের তালিকায় ধনাঢ্য জামায়াত নেতার স্ত্রীর নাম দেওয়ায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেককে আটক করেছে পুলিশ। পাঁচবিবি থানার ওসি জানান, জামায়াত নেতা আবদুল মালেকের স্ত্রী সখিনা বেগমের নাম হতদরিদ্রের তালিকায় দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। আবদুল খালেক জামায়াত নেতা আবদুল মালেকের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলার বাদী।

—জয়পুরহাট প্রতিনিধি

মেহেরপুর পৌরসভা নির্বাচন স্থগিত

উচ্চ আদালতের আদেশে আবারও মেহেরপুর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। এ আদেশের পরিপ্রেক্ষিতে  পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিত করেছেন। —মেহেরপুর প্রতিনিধি

মতবিনিময়

ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক মো. খলিলুর রহমান গতকাল  বিকালে ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সংবাদিক, শিক্ষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্্সান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহ্াজ গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার,  মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ প্রমুখ। —ভালুকা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর