শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গাজীপুর উন্নয়ন কমিটির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বৈধ গ্যাস সংযোগ, ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের উন্নয়নসহ ১০ দফা দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বৃহস্পতিবার লাঠিচার্জ করেছে গাজীপুর ডিবি পুলিশ। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা জানান, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কের পাশে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় মানুষ গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির ব্যানারে মানববন্ধন কর্মসূচি শুরু করে। সিটি করপোরেশন এলাকায় বৈধ গ্যাস সংযোগ দেওয়া এবং অবৈধ গ্যাস-সংযোগকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে সেগুলো বৈধ করা, ড্রেনেজ ও সড়কের উন্নয়ন এবং শহরের রাজবাড়ি সড়কের রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণসহ ১০ দফা দাবিতে গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কমিটির সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এতে বক্তব্য রাখেন কমিটির মহাসচিব ও গাজীপুর শহর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, সিটি কাউন্সিলর জবেদ আলী, আজিজুর রহমান শিরিশ প্রমুখ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যের শেষ দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই কর্মসূচিতে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন বলেন, ‘জেলা প্রশাসন ও পুলিশের অনুমতি ছাড়া মানববন্ধন করছিল। পুলিশ মানববন্ধনকারীদের সরাতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয়। গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশ হামলা করে সাংবাদিক ও সাধারণ মানুষকে আহত করেছে।

সর্বশেষ খবর