Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৮ অক্টোবর, ২০১৬ ০০:১৪
১৮ দিন তিন শিক্ষার্থী নিখোঁজ
দিনাজপুর প্রতিনিধি
১৮ দিন তিন শিক্ষার্থী নিখোঁজ
দিনাজপুর থেকে নিখোঁজ তিন শিক্ষার্থী

দিনাজপুর সদর উপজেলার বনতারা মাখজানুল উলুম কওমি মাদ্রাসার তিন শিক্ষার্থী গত ১৮ দিন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর ওই মাদ্রসার প্রধান ক্বারী মো. শহিদুল্লাহ কোতয়ালি থানায় জিডি করেছেন। নিখোঁজরা হলেন- ওই মাদরাসায় হাফেজির শিক্ষার্থী ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বড়পূগী গ্রামের শাহ আলমের ছেলে সুজন আলী (১২), নজরুল ইসলামের ছেলে আহসান হাবিব (১৩) ও আবুল হোসেনের ছেলে সাজেদুল্লাহ হক (১১)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। নিখোঁজ সুজনের বাবা জানান, ঈদের ছুটি শেষে তারা মাদ্রারাসায় যায়। ২০ সেপ্টেম্বর সকালে নাস্তার পর মাদরাসা থেকে বের হয়ে তারা আর ফেরেনি।  কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, নিখোঁজ তিন ছাত্রের ঘটনাটি দেশের প্রতিটি থানায় মোবাইলে এসএমএস করে জানানো হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow