শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল দম্পতির

প্রতিদিন ডেস্ক

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। এ ছাড়া চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বরগুনা, ময়মনসিংহের ভালুকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ছয়জন। প্রতিনিধিদের পাঠানো খবর— বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার সুজাবাদ দহপাড়ার মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে শফিকুল ইসলাম (৪২) ও তার স্ত্রী মুক্তা বেগম (৩৫)। একই দুর্ঘটনায় আহত দুই পথচারীর পরিচয় জানা যায়নি। গতকাল বিকালে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত শফিকুলের ৯ বছর ও ৪ বছর বয়সী দুই পুত্র সন্তান আছে। শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর গ্রামে শ্বশুর বাড়ির দাওয়াত অনুষ্ঠানে ওই ২ শিশুপুত্রকে আগেই পাঠিয়ে দেয় শফিকুল ইসলাম। পরে তিনি ও তার স্ত্রী মোটরসাইকেলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। চট্টগ্রামে তিন লেগুনা যাত্রী : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসারটেক এলাকায় একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত ও  তিনজন আহত হন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন আবু বকর ও সুব্রত তালুকদার। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জে গরু ব্যবসায়ী : জেলার রায়গঞ্জে গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আবদুল লতিফ নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা ৩৬টি গরুর মধ্যে ৪টি মারা গেছে। নিহত আবদুল লতিফ কিশোরগঞ্জের হোসেনপুর থানার নান্দানিয়া গ্রামের হারেজ উদ্দিনের ছেলে।  বরগুনায় বৃদ্ধ : আমতলী-পটুয়াখালী সড়কের চুনাখালী নামক স্থানে যাত্রীবাহী বাস ও স্যালো ইঞ্জিনচালিত টমটমের সংঘর্ষে স্বরূপ আলী প্যাদা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ভালুকায় নির্মাণ শ্রমিক : রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মামুন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মামুনের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জে। রূপগঞ্জে নসিমনচালক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী ট্রাকের চাপায় আলী আকবর নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর উপজেলার ভুলতা এলাকার সাইদুল ইসলামের ছেলে।

সর্বশেষ খবর