শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জমি উদ্ধারে রেলের উচ্ছেদ কর্মসূচি

শ্রীমঙ্গল প্রতিনিধি

বাংলাদেশ প্রতিদিনে পরপর দুটি সংবাদ প্রকাশের পর অবৈধ দখলদারদের কবল থেকে জমি উদ্ধারে উদ্যোগ নিয়েছে রেলওয়ে। রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের বিভিন্ন স্টেশন ইয়ার্ডে জরিপ শেষে ‘সিরিজ উচ্ছেদ কর্মসূচি’ হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার (ঢাকা) সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ কয়েকটি জেলার জেলা প্রশাসকদের কাছে পাঠানো পত্র থেকে এ তথ্য জানা গেছে। রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার-ঢাকা এসএম রেজাউল করিম বলেন, উচ্ছেদ কার্যক্রমের আদেশ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী অবৈধ স্থাপনাগুলো যথাসময়ে উচ্ছেদ করা হবে। এসএম রেজাউল করিম স্বাক্ষরিত ওই পত্রে পূর্বঞ্চলীয় জোনের শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ, মেতিকান্দা ও আমিরগঞ্জ স্টেশন এলাকায় মাসব্যাপী উচ্ছেদ পরিকল্পনা ছক করা হয়েছে। ১৭ অক্টোবর শ্রীমঙ্গল স্টেশন এবং রেলগেটের পার্শ্ববর্তী এলাকা, ১৮ অক্টোবর শায়েস্তাগঞ্জ, ৩০ অক্টোবর আমিরগঞ্জ স্টেশন এলাকা, ৩১ অক্টোবর মেতিকান্দা স্টেশন ইয়ার্ডে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

সর্বশেষ খবর