Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ অক্টোবর, ২০১৬ ০০:১৬
‘বিএনপিতে তৃণমূলের মূল্যায়ন করা হবে’
নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দলে তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করে পদায়ন করা হবে। ১/১১-এর সময় কেন্দ্রীয় অনেক নেতা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কিন্তু তৃণমূলের কোনো নেতা-কর্মী তা করেননি। তৃণমূল নেতৃত্ব থেকেই হান্নান শাহর মতো নেতৃত্ব বেরিয়ে আসবে। দলের বর্তমান সময়ে হান্নান শাহর মতো সাহসী নেতৃত্ব প্রয়োজন। গতকাল বিকালে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, প্রবীণ রাজনীতিক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর স্মরণসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহরের চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতানউদ্দিন মোল্লা, সহ-সভাপতি মনজুর এলাহী, রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে নেছারউদ্দিন, শিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু সালেহ রিকাবদার, মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আবদুল খালেক, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সম্পাদক ফারুক উদ্দিন ভূঞা, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদ খান, প্রচার সম্পাদক শাজাহান মল্লিক, দফতর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ইলিডন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূঞা। এ সময় জেলা যুবদলের আহাদ খান, আসলাম, অ্যাডভোকেট সজল, ছাত্রদলের সজীব ভূঞা, হিমেলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow