শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৫ কি.মি যানজট

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৫ কি.মি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় যানবাহনের দীর্ঘ সারি —বাংলাদেশ প্রতিদিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত দীর্ঘ ৪৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে যাত্রীবাহী শত শত বাস, রোগীবাহী অ্যাম্বুল্যান্স ও পণ্যবাহী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মহাসড়কের মেঘনা সেতুর ওপর একটি অতিরিক্ত মালবোঝাই কাভার্ড ভ্যান বিকল হয়ে গেলে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গজারিয়া হাইওয়ে পুলিশের র‌্যাকার দিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকল গাড়িটি উদ্ধার করার পর রাত ৪টার দিকে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়। মহাসড়ক দুই ঘণ্টা বন্ধ ও ছুটির দিনের অতিরিক্ত গাড়ির চাপ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, ‘মেঘনা সেতুতে গাড়ি বিকল হওয়ায় আমাদের এলাকায়ও যানজট সৃষ্টি হয়। তবে হাইওয়ে পুলিশের তত্পরতায আজ (গতকাল) দুপুরের দিকে যানজট অনেকটা স্বাভাবিক হয়ে আসে।’

সর্বশেষ খবর