শিরোনাম
শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

২০০ বছরের পুরনো পুকুর ভরাট চলছেই

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের পুরান বাজারের লঞ্চঘাট এলাকার ২০০ বছরের পুরনো সরকারি পুকুর অবৈধভাবে তিন দিন ধরে ভরাট চলছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন গতকাল পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

জানা গেছে, প্রায় ২০০ বছরের পুরনো ২ একর ৩ শতাংশের এ পুকুরের মালিক জেলা প্রশাসন। পুকুরটি ভরাটের পাঁয়তারার বিষয়টি টের পেয়ে এটি রক্ষা করার অনুরোধ জানিয়ে গত এক বছরে জেলা প্রশাসককে তিন দফা চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার দুুপুরেও তিনটি সংগঠন বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ—টিআইবি ও সচেতন নাগরিক কমিটি—সনাকের সভাপতি খান মো. শহীদ বলেন, ‘জেলা প্রশাসকের স্বচ্ছ একটি অবস্থান থাকতে হবে, কেন বা কোন কারণে পুকুরটি ভরাট হচ্ছে।’ জেলা প্রশাসকের ভূমিকাকে রহস্যজনক বলে অভিযোগ করেছেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে জানান, সরকারি নীতিমালা উপেক্ষা করে যারা এ জলাশয় ভরাট করছেন, পক্ষান্তরে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জেলা প্রশাসক কালাম উদ্দিন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। উল্লেখ্য, পুকুরটি ভরাট বন্ধের দাবিতে সভা, সেমিনার, মানববন্ধন, সড়ক অবরোধ, জেলা প্রশাসকের বাসভবন ঘেরাওসহ নানা প্রতিবাদী কর্মসূচি করে আসছে মাদারীপুর পৌরসভা কর্তৃপক্ষ, পরিবেশবাদী সংঠগনসহ হাজারো মানুষ। এর পরও পুকুরটি ভরাট বন্ধ হচ্ছে না।

সর্বশেষ খবর