শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
বিলুপ্ত উপেনচৌকি ছিটমহল

খুঁটি স্থাপনের ছয় মাসেও বিদ্যুৎ মেলেনি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের বিলুপ্ত উপেনচৌকি ছিটমহলে খুঁটি স্থাপনের ছয় মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। অথচ অন্যসব ছিটমহলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপেনচৌকিবাসী পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তারা জানান, বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগ প্রায় ছয় মাস আগে উপেনচৌকি গ্রামে খুঁটি স্থাপন করে। পরে খুঁটিতে তার ও ট্রান্সফরমার বসানোর জন্য বাঁশঝাড়ের আগা কাটতে গেলে পাশের গ্রামের কয়েক ব্যক্তি তাদের বাধা দেন। এতে তারা কাজ বন্ধ করে চলে যান। লালমনিরহাট পিডিবির উপ-সহকারী প্রকৌশলী সাহারুল ইসলাম বলেন, ঠিকাদার এলেই কাজ শুরু হবে।

পাটগ্রামের ইউএনও নুরকুতুবুল আলম বলেন, বিষয়টি দেখভাল করছেন লালমনিরহাট পিডিবি। তারা এ ব্যাপারে কিছু অবহিত করেনি।

সর্বশেষ খবর