Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৮ অক্টোবর, ২০১৬ ০০:২৪
পৌর নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর পৌরসভার নির্বাচন স্থগিত করার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিত করার পরই যুবলীগ এ কর্মসূচি পালন করে।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে বিক্ষোভকারীরা জেলা প্রেসক্লাব ও মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে শহরের হোটেল বাজার মোড়ে পথসভায় বক্তব্য দেন— যুবলীগ নেতা মালেক হোসেন মোহন, ইয়ানুস আলী, মাহাবুবুর রহমান ডালিম প্রমুখ। প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে মেহেরপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল মোতাবেক আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এই পাতার আরো খবর
up-arrow