Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ অক্টোবর, ২০১৬ ০০:২৫
স্কুলশিক্ষককে মারপিট
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট এবং এক সহকারী নারী গ্রন্থগারিককে লাঞ্ছিত করেছেন এক আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে মারপিট করেন ওই নেতাসহ তার এক সহযোগী। এ ব্যাপারে ওইদিনই জয়পুরহাট থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে। তবে পুলিশ অভিযোগ দুটি সাধারণ ডায়েরি হিসেবে গণ্য করেছে। শুক্রবার জয়পুরহাট প্রেসক্লাবে ওই আওয়ামী লীগ নেতাসহ জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক নেতারা।  অভিযোগে জানা যায়, আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ও খনজনপুর মিশন উচ্চ বালিকা বিদ্যালয়ের  পরিচালনা কমিটির সদস্য আব্দুস সোবাহান মণ্ডল  আয়া নিয়োগ ও তাকে পুনরায় সভাপতি পদে মনোনয়নের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কৃঞ্চ মণ্ডলকে  চাপ দেন। অসম্মতি জানালে তাকে মারপিট করা হয়। এ সময় তার স্ত্রী ওই বিদ্যালয়ের গ্রন্থাগারিক শাপলা বসাককে লঞ্ছিত করা হয়। আব্দুস সোবাহান জানান, অনিয়মের অভিযোগে তাকে পতদ্যাগপত্র গ্রহণ করতে বললে তিনি অস্বীকৃতি জানান। মারপিট বা তার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়নি।

এই পাতার আরো খবর
up-arrow