শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে ডোবায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো— ওই গ্রামের ইসমাইল শেখের ছেলে ইমন (৫) ও তার চাচাতো ভাই সাইদ শেখের ছেলে রবিন (৬)। গতকাল বাড়ির পাশের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। গতকাল সকালে বাড়ির পাশে একটি ডোবায় তাদের লাশ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, প্রথমে এক শিশু পানিতে পড়ে গেলে পরে তাকে বাঁচাতে অন্যজন পানিতে নামলে দুজনেই তলিয়ে যায়। —রাজবাড়ী প্রতিনিধি

মাঠ রক্ষার টুর্নামেন্ট নয়ামাটি এসসি চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠ রক্ষার শপথ নিয়ে শুরু হওয়া প্রতিবাদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নয়ামাটি এসসি। গতকাল আলীগঞ্জ মাঠে বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া এ ম্যাচে তারা ২-১ গোলে পরাস্ত করেছে স্বাগতিক আলীগঞ্জ ক্লাবকে।

ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। ক্লাবের সভাপতি আলহাজ কাউছার আহম্মেদ পলাশসহ এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি, কুতুবউদ্দিন আকসীর প্রমুখ।

—নারায়ণগঞ্জ প্রতিনিধি

বখাটের জেল

আমতলীতে গতকাল এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় সজল কুমার শীল (২৫) নামে এক বখাটেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, স্কুলে আসা-যাওয়ার পথে আমতলী পৌর শহরের যজ্ঞেশ্বর শীলের ছেলে বখাটে সজল নানাভাবে উত্ত্যক্ত করত ওই ছাত্রীকে।—বরগুনা প্রতিনিধি

বগুড়ায় কবি সম্মেলন শুরু

বগুড়া লেখক চক্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘উগ্রবাদের বিরুদ্ধে কবিতা’ শীর্ষক দুই দিনব্যাপী কবি সম্মেলন গতকাল শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবিরা অংশ নেন। বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সন্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি মাকিদ হায়দার। সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার। সম্মেলন উপলক্ষে একটি আনন্দ পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুই দিনব্যাপী এই সম্মেলনে রয়েছে আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ, সেমিনার, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিষ দিয়ে মাছ নিধন

নীলফামারীর সৈয়দপুরে পুকুরে বিষ দিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামাণিক পাড়ার আজিজুল হক মিলনের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল স্থানীয় থানায় মামলা হয়েছে। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

—সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

অসামাজিক কাজ বন্ধের দাবি

গাজীপুরের টঙ্গীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজ বন্ধের দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষুব্ধরা জানান, আবাসিক হোটেলগুলোয় দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলছে। অপ্রাপ্তবয়সী ছেলেদের দিয়ে টঙ্গীর মোড়ে মোড়ে ভিজিটিং কার্ড বিতরণ করে খদ্দের সংগ্রহ করে হোটেল কর্তৃপক্ষ। এসব ভিজিটিং কার্ড স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের হাতেও দেওয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার বলেন, ‘হোটেল কর্তৃপক্ষকে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের জন্য বলেছি। অন্যথায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।’—টঙ্গী প্রতিনিধি

শিবগঞ্জে শিশু ধর্ষণের শিকার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গতকাল শুক্রবার বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান গ্রামে বৃহস্পতিবার বিকালে ওই শিশুটিকে একই এলাকার ৮ম শ্রেণির ছাত্র ধর্ষণ করে।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ

গতকাল বিকালে রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরার মাতুয়াইলে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। মাতুয়াইল ইউনিয়ন সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি ওয়াজেদ উদ্দিন মৃধার সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ। উপস্থিত ছিলেন মাহবুব হোসেন খান, লুত্ফর রহমান খান, মাজাহারউদ্দিন খান, নাইয়ুম মিয়া, নুরুল ইসলাম মাস্টার, এমআই খান বকুল, আনোয়ার হোসেন চৌধুরী ও শফিকুল ইসলাম চৌধুরী। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জঙ্গিবাদ ও মাদকবিরোধী সভা হয়েছে। গতকাল সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব এলাকায় এ সভা হয়। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাতেমা জলিল সাথী।—রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর