শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সাভারে তিন বেদে তরুণীর যৌতুক বিহীন বিয়ে

সাভার প্রতিনিধি

সাভারে তিন বেদে তরুণীর যৌতুক বিহীন বিয়ে

সাভারে বেদে পল্লীতে নবপরিণীতা তিন দম্পতি —বাংলাদেশ প্রতিদিন

সাভারে তিন বেদে কন্যার যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল থেকেই সাভার পৌর এলাকার পোড়াবাড়ি মহল্লার বেদে পল্লী সেজে উঠে ভিন্ন রঙে। সকাল থেকেই শুরু হয় নানা আয়োজন। তিন তরুণীর চমৎকার এ স্বপ্ন আয়োজন করেন পুলিশ সদর দফতরের এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান। বিয়ের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাভার বেদে পল্লীর পোড়াবাড়ি সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক রমজান আহমেদ বলেন, হাবিবুর রহমান ঢাকা জেলার এসপি থাকা অবস্থাতেই বেদেদের জীবনমান উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করেন। তার কঠোর পরিশ্রমের কারণেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন তারা। এ ছাড়াও বেদেদের কর্মংস্থানের জন্য উত্তরণ নামের একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করা হয়। এখানে নারীরা কাজ করে সচ্ছল জীবনযাপন করছেন।

সর্বশেষ খবর