রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বগুড়ায় সরব আ.লীগ নীরব বিএনপি

জেলা পরিষদ নির্বাচন

আব্দুর রহমান টুলু, বগুড়া

বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়েছেন আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতারা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আগাম প্রচারণায় নেমেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। ইতিমধ্যে শুরু করেছেন ভোটারদের সঙ্গে যোগাযোগ। এদিকে দল থেকে মনোনয়ন পেলে নির্বাচন করতে ইচ্ছুক বর্তমান জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন ও সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি অ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার এবং সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। তবে বিএনপিসহ ২০ দলীয় জোট এ বিষয়ে রয়েছে নীরব। জানা যায়, তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে আগামী ডিসেম্বরে জেলা পরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২০ আগস্ট বগুড়ায় জেলা পরিষদের ওয়ার্ডের সীমানা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি দিয়েছেন জেলা প্রশাসক। সব উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা মিলে ১৫৮৮ জন এ নির্বাচনে ভোটা প্রয়োগ করবেন। জেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মমতাজ উদ্দিনের নামে শহরে ডিজিটাল ব্যানার টানানো হয়েছে। নির্বাচিত চেয়ারম্যান ও পৌর মেয়রদের সংবর্ধনা প্রদান, জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথি হয়ে এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন-উদ্বোধনসহ নানা অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি।

মমতাজ উদ্দিন বলেন, জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে সবাই সমর্থন করেছেন। ডিসেম্বরে বগুড়া জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি দলীয় মনোনয়ন চাইবেন। জেলা পরিষদের বর্তমান প্রশাসক ডা. মকবুল হোসেন জানান, দল থেকে মনোনয়ন পেলে তিনি নির্বাচনে প্রার্থী হবেন। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু বলেন— জেলা পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চাইব।’ এদিকে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়ে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ড. অ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার। সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমও দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। তবে জেলা পরিষদ নির্বাচন নিয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বগুড়া বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

সর্বশেষ খবর