Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ অক্টোবর, ২০১৬ ২৩:৩০
নৌকাডুবিতে নিখোঁজ তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও বরিশাল

চট্টগ্রামের শঙ্খ নদীতে নৌকাডুবিতে নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে দুই ছাত্রীর লাশ। গতকাল সকালে নদীর জুঁইদণ্ডী ঘাট এলাকায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো— জান্নাতুল মাওয়া ও হানিফা আকতার রিফা। তারা বাঁশখালী নুরাইন সিনিয়র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। বাড়ি জুঁইদণ্ডী গ্রামের চরপাড়ায়। নিহতরা সম্পর্কে চাচাতো বোন। আনোয়ারা থানার ওসি জানান, নিখোঁজের তিন দিন পর গতকাল ভোর সাড়ে ৬টায় মাওয়ার লাশ ভেসে ওঠে। দুই ঘণ্টা পর পাওয়া যায় রিফার মরদেহ। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ১৭ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিল দুজন। এদিকে বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবে নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্র মোদাচ্ছেরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে দুর্ঘটনা স্থলের প্রায় ২০ কিলোমিটার দূর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মোদাচ্ছের ওই উপজেলার শফিপুর গ্রামের আবদুস সালামের ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। গত বৃহস্পতিবার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

এই পাতার আরো খবর
up-arrow