রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কাজী জাফরউল্যাহকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিলেন নিক্সন চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ। কাজী জাফরউল্যাহকে যুদ্ধপরাধী হিসেবে আখ্যা দিয়ে নিক্সন চৌধুরী বলেছেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। কোনো যুদ্ধাপরাধীই বিচার থেকে রেহাই পাবে না। শনিবার ভাঙ্গার আলগী ইউনিয়নের আমতলা বাজারে এক জনসভায় কাজী জাফরউল্যাহকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনা করেছেন নিক্সন চৌধুরী। এমপি নিক্সন চৌধুরী বলেন, আমার দাদী জাতির জনক বঙ্গবন্ধুর বোন। আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করে। কিন্তু যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করছেন তারা দলের কেউ হতে পারে না। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদককে ‘চোর-ডাকাত’ উল্লেখ করে নিক্সন চৌধুরী বলেন, দুই চোর-ডাকাত মিলে কাজী জাফরউল্যাহকে দুর্নীতির টাকার ভাগ দিচ্ছেন। কাজী জাফরউল্যাহকে চ্যালেঞ্জ জানিয়ে নিক্সন চৌধুরী বলেছেন, আমার কোনো নেতা-কর্মীর গায়ে হাত পড়লে খবর আছে। যদি সাহস থাকে তাহলে আমার নেতা-কর্মীর সঙ্গে লেগে দেখুন। আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ম.ম সিদ্দিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক অপু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার মায়া। অনুষ্ঠানে ম.ম সিদ্দিক মিয়া ও তার কয়েক হাজার নেতা-কর্মী কাজী জাফরউল্যাহ’র পক্ষ ত্যাগ করে স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে তার দলে যোগ দেন।

সর্বশেষ খবর