রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘নব্য অসুরদের বধ করতে হবে’

বাগেরহাট প্রতিনিধি

‘নব্য অসুরদের বধ করতে হবে’

দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নব্য অসুরদের বধ করতে হবে। মা দুর্গা যেমন অসুর জাতি বধ করেছেন। জননেত্রী শেখ হাসিনা ঠিক তেমনি দেশের নব্য অসুরদের বধ করছেন। স্বাধীনতা যুদ্ধের সময় দেশের সব ধর্মের মানুষের রক্তে বাংলার মাঠি ভিজে গিয়েছিল। আজ সেই বাংলাদেশে সব মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্মীয় উৎসব পালন করছেন। শিকদার বাড়ির দুর্গাপূজা পরিদর্শনে এসে দেখলাম শুধু দুর্গাপূজা নয় এখানে মহাভারত ও রামায়ণের ইতিহাস ঐতিহ্যকে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে যা আমাকে মুগ্ধ করছে। গতকাল বিকালে ৬০১টি প্রতিমা নিয়ে বাগেরহাটের আলোচিত শিকদার বাড়ির দুর্গাপূজা মণ্ডল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় নৌ পরিবহন মন্ত্রী মুক্তিযোদ্ধা শাহজাহান খান এসব কথা বলেন।  হাকিমপুর শিকদার বাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. দুলাল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর আসনের এমপি আলহাজ অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ ীয় কমান্ড কাউন্সিল ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, লিটন শিকদার প্রমুখ। বিএনপির নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন : মোরেলগঞ্জ প্রতিনিধি জানান— বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির নেতারা গতকাল বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তারা মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ৩০টি মণ্ডপ পরিদর্শন ও সেখানে আর্থিক সহায়তা প্রদান করেছেন। বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নিজস্ব তহবিল থেকে এ অনুদানের টাকা দেওয়া হয় বলে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল জানিয়েছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খান কেরামত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন জমাদ্দার, পৌর বিএনপির সভাপতি আবদুল মজিদ জব্বার, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদ,  শ্রমিকদল আহ্বায়ক নুরুল ইসলাম হাওলাদার মণ্ডপগুলো পরিদর্শন করেন। লালমনিরহাটে মণ্ডপে স্বেচ্ছাসেবকলীগের স্বেচ্ছাসেবক বাহিনী : লালমনিরহাট প্রতিনিধি জানান— লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জেলার অধিক ঝুকিপূর্ণ ৫১টি পূজামণ্ডপে নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন কমিটিতে থাকা যুবকদের মধ্যে থেকে প্রতি মণ্ডপে ৬ জন করে ৩০৪ জন কর্মীকে মণ্ডপ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ‘মা দুর্গা প্রতিবাদের প্রতীক’ : দিনাজপুর প্রতিনিধি জানান, রামকৃষ্ণ আশ্রম ও মিশন দিনাজপুরের অধ্যক্ষ অমেয়াত্বানন্দ মহারাজ বলেছেন মা দুর্গার ভয়াবহ সংহারী মূর্তি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তিনি আত্মোপলব্ধির প্রতীক। আত্মশক্তি জাগরণের প্রতীক। সেই জগাজ্জননী মা দুর্গা প্রতিবার মর্তে আসেন শান্তির বার্তা নিয়ে। ‘সর্বমঙ্গল-মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে। শরণ্যে অ্যান্বকে গৌরী, নারায়ণি, নমোহস্তততে” এই প্রণাম মন্ত্রের মাধ্যমে গতকাল সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে সর্ববৃহৎ দুর্গাপূজা তিনি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর